নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বিরুদ্ধে খাদ্যশস্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এমন অভিযোগ করেছেন। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া খাদ্যশস্য চুক্তি থেকে সরে গিয়ে মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে খাদ্যশস্যকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে।' তিনি বলেন, "খাদ্যশস্য রফতানি ব্যাহত করতে রাশিয়ার কর্মকাণ্ডের ফলে দুনিয়াজুড়ে খাবারের পেছনে মানুষের ব্যয় বাড়াবে কিংবা ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে।"