রেললাইনে বিস্ফোরক রেখে পাকিস্তানের বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক

পাকিস্তানে ৫০০ যাত্রীসহ হাইজ্যাক ট্রেন। ট্রেন ছিনতাই করলে দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন। পণবন্দী হয়েছেন যাত্রীরা। রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়েছে বলে খবর।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
hijacktrain

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক ট্রেন। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন Baloch Liberation Army. এখনো পর্যন্ত পাক সরকার ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে। ট্রেনে থাকা ৫০০-র মধ্যে শতাধিক যাত্রীকে ইতোমধ্যে BLA পণবন্দি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন পাক সেনা-সহ সাধারণ মানুষ। সূত্রের খবর, রেললাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয় বলে খবর। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। আবার পাক সেনার বেশ কয়েক জন কর্মীও রয়েছেন ট্রেনে।

pakistan train haijackkk