নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ফর্মে নেই চেলসি। চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তাই সংশয় ছিল ব্লুজকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত সালজবুর্গের বিরুদ্ধে ২-১ গোলে জয় অর্জন করেছে চেলসি। যার সুবাদে টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে তারা। চেলসির হয়ে গোল দুটি করেছেন মাতেও কোভাসিচ এবং কাই হাভার্তজ।