নিজস্ব সংবাদদাতাঃ চোটের কারণেই ছিটকে গিয়েছিলেন আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে। অস্ট্রেলিয়ায় আয়োজিত কুড়ি বিশের ওয়ার্ল্ড কাপের আসরে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াসকে।
ইতিমধ্যে এই তারকা অলরাউন্ডারের বদলি চূড়ান্ত করে নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন মার্কো জানসেন। মার্ককে আগেই রাখা হয়েছিল বিশ্বকাপের রিজার্ভ দলে, এবার জায়গা পেলেন মূল দলে।