নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন শস্য চুক্তি বাস্তবায়নের পর থেকে মোট ১৬৫ টি জাহাজ ইউক্রেনীয় বন্দর ছেড়ে চলে গেছে। দেশটির অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, "১৮ ই সেপ্টেম্বর, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের দেশগুলোর জন্য ১৬৯.৩ হাজার টন কৃষি পণ্য সহ দশটি জাহাজ ওডেসা, চোরনোমোর্স্ক এবং ইউঝনি বন্দর থেকে ছেড়েছে"। গত জুলাই মাসে ইউক্রেন ও রাশিয়ার গৃহীত এই চুক্তিতে ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রান রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই বড় কূটনৈতিক সাফল্য ইউক্রেনের যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকটকে সহজ করার লক্ষ্যে কাজ করছে।