নিজস্ব সংবাদদাতাঃ মানুষের মতো স্বার্থপর প্রাণী আর হয় না! অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন ভূমি। ভূমি জানিয়েছেন যে বর্তমানে সারা বিশ্ব জুড়ে একের পর এক যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তা মূলত মানুষের অপকর্মের ফসল। কার্যত যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে বোঝানো খুব একটা সহজ কাজ নয়, সেই নিয়েও ক্ষোভ ঝরে পড়েছে নায়িকার গলায়। যদিও অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক তাঁর মনে রয়েছে। বলতে দ্বিধা করছেন না নায়িকা যে এক সময়ে পৃথিবীর সম্পদ ছিল যেন অফুরান, আর আজ মানুষ ক্রমাগত তার অপব্যবহার করতে করতে তাকে তলানিতে এনে ফেলেছে। যা আছে, তাই আঁকড়ে ধরে, সংরক্ষণ করে বেঁচে থাকতে হবে, বলছেন ভূমি। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছেন যে আগামী দিনে পরিবেশ সংরক্ষণের জন্য লড়াই তাঁর জারি থাকবে!বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সরব হলেন পরিবেশ নিয়ে সক্রিয় ভাবে কাজ করে চলা বলিউডের নায়িকা ভূমি পেডনেকর।