দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলে তার বাড়িতে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলাদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায়। শনিবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবিতা সমরদার নামে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার বাড়িতে পৌঁছে বিক্ষোভ দেখান। কিন্তু বিক্ষোভ দেখানোর আগে থেকেই সবিতা সমরদার তার বাড়ি থেকে ফেরার। স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলাদের অভিযোগ, তাঁদের টাকা তছরূপ করেছে। বিভিন্ন মহিলার নামে সবিতা সমরদার টাকা তুলে নিয়েছেন কিন্তু তাদের হাতে দেয়নি। গোষ্ঠীর অন্যান্য মহিলাদের থেকে টাকা তুলে ব্যাংকে জমা দেওয়ার নামে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। কিছুদিন আগে সবিতা সমরদারকে স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলা খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে নিয়ে গিয়েছিলেন। আলোচনা হয়েছিল সেখানে। চেয়ারম্যান বলেছিলেন, 'আগামীকাল সবিতা আপনাদের কিছুটা হলেও সমস্যার সমাধান করবে'। কিন্তু তারপর থেকেই সবিতা সমরদার পলাতক। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি, সবিতার পেছনে বড় কোনও হাত রয়েছে বলে সে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে।