চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত

author-image
Harmeet
New Update
চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত

নিজস্ব সংবাদদাতাঃ ভারী ব্যাগ, এদিকে ভিতরে যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস ভরা। বিমানবন্দরের স্ক্য়ানারে ওই ব্যাগ চোখে পড়তেই সন্দেহ হয়েছিল শুল্ক বিভাগের আধিকারিকদের। ব্যাগ খুলে ভাল করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। আজেবাজে জিনিসপত্রের মাঝখানেই লুকানো ছিল ৯.৫৯০ কেজির মাদক। জানা গিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছেই এই বিপুল পরিমাণ মাদক লুকানো ছিল, যার বাজারমূল্য ১০০ কোটি টাকা। হেরোইন ও কোকেনে পরিপূর্ণ ওই ব্যাগটি ইতিমধ্যেই আটক করেছে চেন্নাই এয়ার কাস্টমস।


শুক্রবার চেন্নাই বিমানবন্দর সূত্রে জানা যায়, আদ্দিস আবাবা থেকে আগত এক যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি ভারতীয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবট্যান্স আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইথিওপিয়া বা আশেপাশের কোনও দেশ থেকেই বিপুল পরিমাণে কোকেন ও হেরোইন নিয়ে আসছিলেন ধৃত ব্যক্তি।