রফতানি পণ্য নিয়ে ইউক্রেন ছাড়লো আরও ৪টি জাহাজ

author-image
Harmeet
New Update
রফতানি পণ্য নিয়ে ইউক্রেন ছাড়লো আরও ৪টি জাহাজ

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ সাগরের নিরাপদ সমুদ্রসীমা করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী চারটি জাহাজ ছেড়েছে। এই জাহাজগুলো তুরস্ক যাচ্ছে। সেখানে রাশিয়া ও জাতিসংঘের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এগুলো পরীক্ষা করা হবে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে। এর ফলে বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি ও খাদ্য দ্রব্যের চড়া মূল্য দেখা দেয়। 



গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তির আওতায় প্রথম জাহাজ ইউক্রেন ত্যাগ করে। রবিবার ওডেসা ও চরনোমর্স্ক থেকে বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দেবে। তুরস্কে পরীক্ষা শেষে দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীন রওনা দেবে। আরেকটি খালি জাহাজ ইউক্রেনে পণ্য বোঝাইয়ের জন্য অনুমতি পেয়েছে।