নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি বন্ধ করতে নতুন আবগারী নীতি আনলো দিল্লির আপ সরকার। রাজধানীর উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, 'এর আগে সরকার ৮৫০টি মদের দোকান থেকে প্রায় ৬০০০ কোটি টাকা রাজস্ব পেত। কিন্তু, নতুন নীতি আসার পরে, আমাদের সরকার একই সংখ্যক দোকানের কাছ থেকে ৯০০০ কোটি টাকারও বেশি পাবে।'
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে আপ নেতা বলেন, 'তারা (বিজেপি) দোকানদারদের, ইডি এবং সিবিআই-এর অফিসারদের দিয়ে হুমকি দেওয়াচ্ছে, তারা চায় দিল্লিতে বৈধ মদের দোকান বন্ধ হোক এবং অবৈধ দোকান থেকে অর্থ উপার্জন করা হোক। আমরা নতুন মদের নীতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারি মদের দোকান খোলার নির্দেশ দিয়েছি।'