নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের খাদ্যসামগ্রী রফতানির চুক্তির কয়েক ঘণ্টার মাথায় ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। শনিবারের এ ঘটনায় রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে আঙ্কারা। তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, রুশ কর্মকর্তারা তাদের বলেছেন, ইউক্রেনের বন্দরে হামলার ঘটনায় তাদের ‘কিছু করার নেই।’ এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়ানরা আমাদের বলেছে, এই হামলার ঘটনায় তাদের কিছু করার নেই এবং তারা বিষয়টি খুব নিবিড় ও বিশদভাবে পরীক্ষা করছে।’ হুলুসি আকর বলেন, ‘আমরা যে চুক্তিটি সম্পাদন করেছি তার ঠিক পরেই এমন একটি ঘটনা ঘটেছে। এটা সত্যিই আমাদের জন্য উদ্বেগজনক।’