নিজস্ব সংবাদদাতাঃ বর্ষাকালে চুল পড়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে। ঘরের সর্বত্র এদিক ওদিকে চুল পড়ে থাকে। চুল পরে মাথা ফাঁকা হয়ে যায়। তবে আর নয় এই সমস্যা। জানুন কিভাবে কমাবেন এই সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ার সমস্যা থেকে অ্যালোপেসিয়া, ত্বকের নানা সমস্যা, মাথার যন্ত্রণা প্রভৃতি সমস্যা দেখা যায়। সমাধান আমাদের হাতের কাছেই রয়েছে। রান্নায় ব্যবহৃত সর্ষের তেলই এই সমস্যার সমাধান করতে প্রস্তুত। সর্ষের তেল বহু গুনের অধিকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এতে থাকা ভিটামিন ই চুলের গোড়ায় গিয়ে পুষ্টি জোগায়। প্রচুর পরিমাণে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি, ই , কে, জিঙ্ক সম্পন্ন সরষের তেল চুল পড়ে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে। নিয়মিত মাথায় এই তেল দিয়ে হালকা মাসাজ করলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।