বাইকে লুকিয়ে রুপোর গয়না পাচারের ছক, বাংলাদেশ সীমান্তে সেনার বড় সাফল্য

author-image
Harmeet
New Update
বাইকে লুকিয়ে রুপোর গয়না পাচারের ছক, বাংলাদেশ সীমান্তে সেনার বড় সাফল্য

নিজস্ব সংবাদদাতাঃ এক যুবক বাইকে চেপে সীমান্তের দিকে যাচ্ছিলেন। দেখে সন্দেহ হয় বিএসএফের। তাঁকে দাঁড় করিয়ে নানা প্রশ্নও করেন সীমান্তরক্ষী বাহিনী। এরপরই তাঁর বাইকের তল্লাশি নিতে চায় বাহিনী। ব্যাটারির অংশ খুলতেই চোখ কপালে ওঠে। দেখা যায় ওই ব্যাটারির খোপের ভিতর রয়েছে মুঠো মুঠো রুপো। রয়েছে রুপোর গয়নাও। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে রূপোর গয়না। শনিবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ তারালি সীমান্তে। 


জানা গিয়েছে, ধৃতের নাম রাহান বিশ্বাস। বাড়ি স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামে। মোট ২ কেজি ৬৫০ গ্রাম রুপো ও রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে মনে করছে তদন্তকারীরা। ওই যুবককে বিএসএফ আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে উদ্ধার হওয়া রুপোর গয়নাগুলো তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।