নিজস্ব সংবাদদাতা : বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে দেখানো হল কালো বেলুন। প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে আকাশ পথে উড়তে দেখা যায় বেলুনগুলি। এই ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
প্রধানমন্ত্রীর হেলিকপ্টার গান্নাভারম বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার পরেই বেলুন ওড়ানোর জন্য চার কংগ্রেস বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়া হয়। এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ডিএসপি বিজয় পাল সাংবাদিকদের বলেন, "বিষয়টির সাথে জড়িত থাকার জন্য মোট চারজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে এখনও গ্রেফতার করা বাকি আছে৷ গ্রেফতার হওয়া ৪ জন কংগ্রেস কর্মীকে আদালতে হাজির করানো হবে।"