নিজস্ব সংবাদদাতাঃ ভুল বশত ‘বুবিট্র্যাপ’ ফাটিয়ে ৪০ রুশ সেনাকে জখম করল এক ইউক্রেনীয় ছাগল। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ছাগলের প্রশংসার ছড়াছড়ি। জানা গিয়েছে, বুবিট্র্যাপ ভুল করে ‘ট্রিগার’ করে দেয় অবলা জীবটা। এরপরই পরপর বিস্ফোরণ হতে থাকে। সেই বিস্ফোরণেই জখম হন রুশ সেনারা। এবং এই ঘটনা জানাজানি হতেই ইউক্রেনের ছাগলের কীর্তি ভাইরাল হয়েছে গোটা বিশ্বে। এই ছাগলের নাম হয়েছে ‘গোট অফ কিয়েভ’। ইউক্রেনীয়দের জন্য বুবিট্র্যাপের ফাঁদ পেতে রেখেছিল রুশ সেনারা। ইউক্রেনীয়দের জন্য সেই পাতা ফাঁদেই জখম হন একের পর রুশ সেনা। রিপোর্ট অনুযায়ী, রুশ সেনারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনীয় শহর জাপোরিঝিয়ার একটি হাসপাতালের চারপাশে ফাঁদ পেতে রেখেছিল। তবে তাঁদের পরিকল্পনা ভেস্তে যায় এক ছাগলের জন্য। কিছু না বুঝেই রুশ সেনাদের পাতা ফাঁদটিকে ট্রিগার করে দেয় ছাগলটি। পরে সেই ছাগল নাকি সেখান থেকে কিনস্কি রোজডোরি গ্রামে পালিয়ে গিয়েছিল।