এইদিন বৃষ্টি হবে! আবহাওয়া কেমন থাকবে জেনে নিন
কে গোলাগুলি বন্ধ করতে চেয়েছিল...পাকিস্তানকে নিয়ে বড় বার্তা দিলেন বিদেশমন্ত্রী!
ফের হাতির হানা, মৃত্যু, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
সেনাদের চোখ-কান খোলা রাখার নির্দেশ সেনাপ্রধানের, তাহলে কি পাকিস্তানের জবাব এখনও বাকি?
Big Breaking: ধোঁয়াশা কাটিয়ে অবশেষে চরম সিদ্ধান্ত, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা
স্কুলের হল ঘরে ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা! দিলেন বিশেষ পাঠ
BREAKING: "বিরোধী দলনেতা উন্নয়নে বাধা দিয়েছেন"- তৃণমূলে এসেই উগরে দিলেন সব
'আমার ওয়ার্ডে আমাকে আটকালে কেউ তো ওঁদের আদর করবে না', ফের ‘স্বমহিমায়’ সব্যসাচী দত্ত!
বৌভাতের ভোজ খেয়ে অসুস্থ ৩০! চাঞ্চল্য

"মমতা ব্যানার্জির উস্কানিতেই মুশিদাবাদে হিন্দু হামলা!"- এই মুহূর্তে ভাইরাল ভিডিও

কি বললেন দিলীপ ঘোষ?

author-image
Aniket
New Update
mamata arrest

File Picture



নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উস্কানিতেই মুশিদাবাদে সাম্প্রদায়িক হামলার ফলে হিন্দু হামলা হয়েছে বলে এবার বিস্ফোরক দাবি করলেন`দিলীপ ঘোষ।

তিনি বলেছেন, "এমন কঠিন সময়ে এলাকা পরিদর্শন করার জন্য আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তিনি বিয়েতে যোগ দিচ্ছেন। তিনি এমন বক্তৃতা দেন যেখানে তিনি অপরাধীদের 'শান্তিদূত' (শান্তির দূত) বলে সম্বোধন করেন। আমাদের বিজেপি বিধায়করা সেখানে ত্রাণ প্রদানের জন্য যাচ্ছেন, কিন্তু তাদের থামানো হচ্ছে। জনগণের কাছে মৌলিক সুযোগ-সুবিধাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন? তাঁর হাতে প্রশাসন এবং সরকার আছে; তাঁরই ব্যবস্থা নেওয়া উচিত। আমরা একটি ভাইরাল ভিডিওতে দেখেছি যে দাঙ্গার আগে তাঁর নিজের লোকেরাই জনগণকে উস্কে দিচ্ছিল। তাদের ধরা উচিত। অন্যথায়, এনআইএ আসবে, তদন্ত করবে এবং সবাইকে গ্রেপ্তার করবে। এবং তারপর বাকি জীবন সেখানেই (জেলে) কাটাতে হবে এবং আফস্পা আইন জারি করা হবে।" ইতিমধ্যেই দিলীপ ঘোষের এই বক্তব্যের ভিডিও সামনে এসেছে এবং ভাইরাল হয়েছে।  দেখুন ভিডিও-