নিজস্ব সংবাদদাতা: রাশিফল সহজেই বলে দিতে পারে আপনার গোটা দিন কেমন যাবে। আধ্যাত্মিক মতে রাশিফল ভাগ্য নির্ধারণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেইমত মকর ও মীন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে এই প্রতিবেদনে ধারণা দেওয়া রইল।
/anm-bengali/media/media_files/eV7NuyrnBPb6q6nKrLK0.jpg)
মকর রাশি: মকর রাশির জাতক ও জাতিকাদের আজ একটু সাবধানে থাকতে হবে। প্রেমের বিষয়ে বিশেষ সাবধান হন। আপনার বিশেষ কোনও প্রচেষ্টা সফল হওয়ার ক্ষেত্রে বাধা পেতে পারে। মিথ্যের আশ্রয় না নেওয়াই ভালো। পারিবারিক বিবাদ মিটিয়ে নিন। শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির অনুগত লাভ হতে পারে।
মীন রাশি: মীন রাশির জাতক ও জাতিকাদের আজ প্রচুর খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার সূচনার জন্য বেশ ভালো দিন। সঞ্চয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। দরকারি কাজ থাকলে মিটিয়ে নিন। কাছের মানুষের কাছ থেকে ভালবাসা পাবেন।