রাহুল পাসওয়ান, আসানসোল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে সাজো সাজো রব আসানসোলের পোলো ময়দানে। মুখ্যমন্ত্রীর জনসভার জন্য বানানো হয়েছে বড় স্টেজ, বসানো হচ্ছে এয়ারকুলার মেশিন। জনসভা ঘিরে চারিদিকে বসেছে সিসি ক্যামেরা, সুন্দর ভাবে সেজে উঠেছে সভামঞ্চ।
তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দলীয় কর্মীরা দলীয় পতাকা লাগাতে ব্যাস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষন শুনতে বা দেখতে যাতে অসুবিধা না হয় তার জন্য পোলো ময়দানের চারিদিকে বসানো হয়েছে বড় প্রজেক্টার ও মাইক, পুলিশ প্রশাসন থেকে কাজের তদারকি করা হচ্ছে।