নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কিছুক্ষণ। তারপরেই স্টার জলসায়ে হাজির হতে চলেছে সাহেবের চিঠি। এই প্রথম পর্দায়ে জুটি বাঁধতে চলেছেন দেবচন্দ্রিমা প্রতিক। এক নতুন গল্প নিয়ে। মানুষের কাছে 'চিঠি' পৌঁছে দেয় তাঁদের প্রিয়জনের খবর। আর 'সাহেব' নিজের সুর পৌঁছে দেয় মানুষকে। কিন্তু এক দুর্ঘটনা কেড়ে নেয় সাহেবের পা।তাই সাহেব লুকিয়ে নিয়েছে নিজেকে।কিন্তু কি ভাবে দেখা হবে তাঁদের! জানতে চোখ রাখুন টিভির পর্দায়ে।