হরি ঘোষ, জামুড়িয়া : বিপদজনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার। জামুড়িয়া বিধানসভার তপসি অঞ্চলের তপসি স্টেশন পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা বাদাম বাউরী জানান, 'গত বছর বর্ষায় প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের তারের খুঁটিটি পড়ে যায়। স্থানীয়রা ইসিএল কর্তৃপক্ষকে বারংবার জানালেও ইসিএল এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সিঙ্গারন নদীর উপর দিয়ে এসেছে বিদ্যুতের তারগুলি। এই নদীতেস্নান করে তপসি স্টেশন পাড়া, মানবাজার এবং হুডডুবি মাঝি পাড়ার মানুষজন এবং তপসি স্টেশন পাড়ায় রয়েছে একটা খেলার মাঠ যেখানে বিকেল হলেই এলাকার ছোটো বাচ্চারা খেলাধূলা করে।'
বাদাম বাউরী আরও জানান যে বাঁশের খুঁটি যেকোনো সময় ভেঙে পড়লে বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ইসিএল কর্তৃপক্ষ। এই বিষয় নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।