ইউক্রেন ইস্যুতে নতুন মোড়? আলোচনায় আগ্রহী পুতিন, সক্রিয় স্টারমার ও জেলেনস্কি
রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ: ব্ল্যাক সি-তে ৬টি মিসাইল ক্যারিয়ার ও ৪৬টি কালিব্র মিসাইল
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে রোমে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া
বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের উদ্দেশ্যে ছাড়া বোয়িংয়ের বিমান মাঝপথেই ফিরল আমেরিকায়
BREAKING : পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক
“আমি একমাত্র শিল্পী”—ট্রাম্পের Truth Social প্রোফাইল পিক এখন হোয়াইট হাউসের দেয়ালে!
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সাইবার স্ক্যাম: কে থামাবে সাইবার দানবদের?
বিশ্বকে শান্তির পথে ডেকে নিয়ে গেলেন জেলেনস্কি—যুদ্ধ থামাতে মস্কোর নির্দেশই চূড়ান্ত!
চীন থেকে আমদানি, শুল্ক আর ভোক্তা খরচ—হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ

বাঁকুড়ায় এসে দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
বাঁকুড়ায় এসে দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ায় এসে দূর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিষান মান্ডিতে ধান কেনা নিয়ে জোর ধমক দিলেন আধিকারিকদের। এছাড়াও সরকারি ভাবে ধান কেনাতে সচ্ছতা আনার বার্তাও দেন তিনি। উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা ভোটের পর এই প্রথমবার  ২ দিনের বাঁকুড়া জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় এসেই রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে কিষান মান্ডিতে সরকারি ভাবে ধান কেনার বিষয়ে অসচ্ছতার অভিযোগ কানে আসে মুখ্যমন্ত্রীর। ধানের ওজনে কার চুপির অভিযোগও শোনেন মুখ্যমন্ত্রী। এরপরেই জেলার দায়িত্বে থাকা অফিসারকে চাষিদের থেকে ধান কেনার বিষয়ে সচ্ছতা আনার বার্তা দেন তিনি। এক্ষেত্রে তিনি লাল, হলুদ এবং সবুজ তিনটি খাতা করার নির্দেশ দেন। তিনি কড়া সুরে বলেন, “মানুষের অভিযোগের আগে কেনও কড়া পদক্ষেপ নেয়নি লাইন ডিপার্টমেন্ট। প্রত্যেক জায়গায় ধান ওজনের মেশিনকে পরীক্ষা করতে হবে এবং ধান গ্রহন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রেখে ধান কেনা শুরু করতে হবে”।