রাজ্য বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা হবে?

আশায় কর্মীরা

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatamoneyu.jpg

নিজস্ব সংবাদদাতা:ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশায় রয়েছে সরকারি কর্মীরা। কেন?

কেন্দ্রীয় সরকার কয়েক দফায় তার কর্মচারীদের ডিএ বাড়িয়েছে। সম্প্রতি, অনুমোদন মিলল অষ্টম বেতন কমিশনের। অনেক রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়িয়ে দিয়েছে। তবে বাংলায় ডিএ নিয়ে বহুদিন ধরেই আন্দোলনে সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পান। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান ১৪% হারে এই ভাতা। তাঁরা বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দেওয়া ও নতুন বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। তাই এবার রাজ্য সরকারি কর্মচারীরা এই বাজেট থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার ঘোষণার আশায় রয়েছেন। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই এবারের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।