রাজ্য বাজেট ২০২৫-’২৬ এ যে যে খাতে যা বরাদ্দ হল -

কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে, একনজরে দেখে নিন - 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন দফতরের বাজেট বরাদ্দ ২০২৫/২৬ অর্থ বর্ষের জন্য বিভিন্ন রকম করা হয়েছে। কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে, একনজরে দেখে নিন - 

১) কৃষি বিপনন- ৪২৬.০১ কোটি টাকা

২) কৃষি বিভাগ - ১০,০০০.৭৯ কোটি টাকা

৩) প্রাণী সম্পদ উন্নয়ন - ১,২৭২.৯৩ কোটি 

৪) অনগ্রসর শ্রেনী কল্যান - ২,৪২৩.৮০ কোটি

৫) উপভোক্তা বিষয় দফতর - ১৩৯.৭০ কোটি 

৬) সমবায় দফতর - ৬৬৮.৬১ কোটি

৭) সংশোধন প্রশাসন (Correctional Home) - ৪২৮.৫৭ কোটি

৮) বিপর্যয় মোকাবিলা - ৩,২৭৮.৬০ কোটি

৯) পরিবেশ দফতর - ১০৭.২২ কোটি

১০) অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা - ৫২৩.৮৪ কোটি

১১) মৎস দফতর - ৫৩০.১১ কোটি

১২) খাদ্য সরবরাহ - ৯,৯৪৪.৩৭ কোটি

১৩) খাদ্য প্রক্রিয়াকরণ - ২৫৩.০৩ কোটি

১৪) বন বিভাগ- ১,০৯১.১১ কোটি

১৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ - ২১,৩৫৫.২৫ কোটি

১৬) উচ্চ শিক্ষা - ৬,৫৯৩.৫৮ কোটি

১৭) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক- ১৪,৮১৭.৬৭ কোটি

১৮) আবাসন - ২৮৬.৬০ কোটি

১৯) শিল্প বাণিজ্য - ১,৪৭৭.৯১ কোটি

২০) তথ্য ও সংস্কৃতি দফতর- ৯৯০.২৭ কোটি

২১) তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগ- ২১১.৫৭ কোটি

২২) সেচ ও জলপথ- ৪,১৫৩.৮৪ কোটি

২৩) বিচার বিভাগ- ১,৬৯৭.৪৪ কোটি

২৪) শ্রম বিভাগ - ১,২২৯.১১ কোটি

২৫) ভূমি ও ভূমি সংস্কার - ১,৫০৯.৭২ কোটি

২৬) আইন বিভাগ - ২১.৯৮ কোটি

WhatsApp Image 2025-02-12 at 16.31.56

২৭) জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার - ৩৬৬.৪৬ কোটি

২৮) ক্ষুদ্র ছোটো ও মাঝারি শিল্প - ১,২২৮.৭৮ কোটি

২৯) সংখ্যালঘু বিষয়ক - ৫,৬০২.২৯ কোটি

৩১) উত্তরবঙ্গ উন্নয়ন- ৮৬৬.২৬ কোটি

৩২) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন - ৪৪,১৩৯.৬৫ কোটি (সবচেয়ে বেশি বরাদ্দ এই দফতরেই)

৩৬) বিদ্যুৎ বিভাগ- ৪,১৪১.৮২ কোটি

৩৮) জনস্বাস্থ্য কারিগরি দফতর - ১১,৬৩৬.৯২ কোটি। (এই দফতরের মাধ্যমেই জল স্বপ্ন বাস্তবায়ন করা হয়)

৩৯) পূর্ত বিভাগ - ৬,৭৯৬.৯২ কোটি

৪৬) পরিবহন - ২,২৭৩.২৯ কোটি

৪৮) পৌর ও নগরোন্নয়ন - ১৩,৩৮১.৬৮ কোটি