নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য হায়দ্রাবাদ জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২৯ এবং ৩০ নভেম্বর ২০২৩-এ বন্ধ থাকবে। ফের নিয়মিত কার্যক্রম ১ ডিসেম্বর থেকে পুনরায় শুরু হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন হায়দ্রাবাদের কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেট।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)