কংগ্রেস সাংসদ শশী থারুর সম্পর্কে কি বললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাগিনী নায়ক?
আগামীকাল ৯ টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষনা- জেনে নিন, আপনার জেলাও কি ছুটির আওতায় রয়েছে
দেশের সাংসদদের জঙ্গিদের সাথে তুলনা! চরম জবাব দিতে হবে কংগ্রেস নেতাকে
চাঁদনী চকে আগুন
সরকারের ওপর কোনো ভরসা করে না, মোদির ভিডিওকে সামনে এনে ট্যুইট এ কি বললেন সুকান্ত?
তিনি ভারতের জন্য যারা জীবন দিয়েছেন তাদের রক্ত, সাহসিকতা এবং চেতনাকে উপহাস করেছেন- মমতার বক্তব্যের ভিডিও সামনে এনে শোরগোল
থানায় বিস্ফোরণ খুব একটা শোনা যায় না, ভাইপো মডেল এ সবই সম্ভব- বিস্ফোরক তরুণজ্যোতি
বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন? নীতীশ কুমার কি নন?
ভারতীয় বিমান বাহিনী শক্তিশালী, তবে আরও শক্তি বাড়াতে হবে, দাবি এয়ার চিফ মার্শালের

তেলেঙ্গনায় মুখ্যমন্ত্রী হবেন ইনি? শুরু হয়ে গেল বিক্ষোভ

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিক্ষোভ চলছে। 

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা কংগ্রেসের সভাপতি রেভান্থ রেড্ডির সমর্থকরা হায়দ্রাবাদে বিক্ষোভ করছে। তাকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তারা। একজন সমর্থক বলেন, "আমাদের আর কোনো দাবি নেই। আমরা এত দিন বিজেপি এবং বিআরএসের বিরুদ্ধে লড়াই করেছি। একজন রেভান্থ রেড্ডির কারণে ৬৫ জন বিধায়ক জিতেছেন। আমরা রেভান্থ রেড্ডি ছাড়া আর কাউকেই মুখ্যমন্ত্রী করা হোক  চাই না"।

 

hiring 2.jpeg