নিজস্ব সংবাদদাতা: বুটজোড়া তুলে যে রাখছেন, ঘোষণা করেছিলেন আগেই ৷ শনিবার ঘোষণামতো কেরিয়ারের শেষ ম্য়াচ খেলে ফেললেন অচন্ত্য শরথ কমল ৷ চেন্নাইয়ে চলতি ডব্লিউটিটি স্টার কনটেন্ডার ২০২৫ প্রতিযোগিতায় কেরিয়ারের শেষ ম্য়াচটি খেলে ফেললেন টেবল টেনিস কিংবদন্তি ৷ স্বদেশি স্নেহিত সুরাভাজ্জুয়ালার কাছে হেরে বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি হল পাঁচবারের অলিম্পিয়ানের ৷ শনিবার শরথ হারলেন ০-৩ ব্য়বধানে ৷