বিয়াল্লিশে অবসর এই খেলোয়াড়ের

দু'দশকেরও বেশি সময়ের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ১০টি জাতীয় খেতাব, ১৩টি কমনওয়েলথ গেমস পদক, জোড়া এশিয়ান গেমস পদক, পাঁচবার অলিম্পিক্সে আবির্ভাব রয়েছে শরথ কমলের।

author-image
Jaita Chowdhury
New Update
Sharath Kamal

. Photograph: (.)

নিজস্ব সংবাদদাতা: বুটজোড়া তুলে যে রাখছেন, ঘোষণা করেছিলেন আগেই ৷ শনিবার ঘোষণামতো কেরিয়ারের শেষ ম্য়াচ খেলে ফেললেন অচন্ত্য শরথ কমল ৷ চেন্নাইয়ে চলতি ডব্লিউটিটি স্টার কনটেন্ডার ২০২৫ প্রতিযোগিতায় কেরিয়ারের শেষ ম্য়াচটি খেলে ফেললেন টেবল টেনিস কিংবদন্তি ৷ স্বদেশি স্নেহিত সুরাভাজ্জুয়ালার কাছে হেরে বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি হল পাঁচবারের অলিম্পিয়ানের ৷ শনিবার শরথ হারলেন ০-৩ ব্য়বধানে ৷

Sharath Kamal
. Photograph: ( .)