নিজস্ব সংবাদদাতাঃ পয়লা বৈশাখের দিন বড় ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। বিদেশিহীন লিগ করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। এরপর অনেকের মনে প্রশ্ন, তাহলে কি আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) হতে চলেছে বিদেশি ফুটবলারবিহীন? জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে বা আই লিগে (I League) বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রে ক্লাবগুলি কোনও সমস্যার সম্মুখীন হবে না। স্থানীয় রাজ্য লিগ, ডুরান্ড, রোভার্স, বরদলুই, আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচগুলোতে বিদেশিদের আধিপত্য কমতে চলেছে।