অলিম্পিকে ভারতের স্থান! কী বললেন পিটি উষা?

অলিম্পিকে ভারতের স্থান নিয়ে বক্তব্য রাখলেন পিটি উষা। সরকারের ভূমিকা নিয়েও করলেন মন্তব্য। রইল ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : অলিম্পিকে ভারতের স্থান নিয়ে চণ্ডীগড়ে প্রেস কনফারেন্স করলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সভাপতি পিটি ঊষা। তিনি বলেন, এখন প্রতিটি সুবিধা দেওয়া হয়।অ্যাথলেটিক্সদের বিদেশে পাঠাচ্ছি, তাদের ভালো ফিজিওথেরাপি, ক্রীড়া বিজ্ঞান, ওষুধের সুবিধা, পুষ্টিকর খাবার দিচ্ছি।আইওএ সভাপতি হওয়ার পর, আমি খুবই খুশি যে আমাদের অ্যাথলেটিক্সরাও বিশ্বমানের হয়ে উঠছে। আন্তর্জাতিক পর্যায়ে অ্যাথলেটিক্সে জেতা খুবই কঠিন এবং তাতে আমরা জিততে শুরু করেছি।" সরকারের ভূমিকা প্রসঙ্গে বলেন, ''সরকার এবং অ্যাসোসিয়েশন সমর্থন করছে। আমাদের জন্য এখন একটি ব্যবস্থা আছে। বিশেষ করে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের জন্য। কারণ আমাদের প্রতিভাবান নীরজ চোপড়া সবেমাত্র পদক জিতেছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে। সে একজন বিশ্ব চ্যাম্পিয়ন। এর পর ৪০০ রিলে ফাইনালে এসেছিল। এটি একটি ভাল পারফরম্যান্স ছিল। বিশ্ব স্তরে ট্র্যাকে এটি এত সহজ নয়।''