নিজস্ব সংবাদদাতা: ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করলেও তিনি এখনও টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন। তিনি ২০১৬ সাল থেকে এই ফর্ম্যাটে খেলেননি এবং এই কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ দলের অংশ নন। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা না করলেও তার বক্তব্য থেকে মনে হচ্ছে না এই ফরম্যাটে খেলার ব্যাপারে কোনো আগ্রহ আছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার এতে হতাশ হয়ে বলেন, এই অলরাউন্ডার খুব সহজেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ল্যান্স ক্লুজনার সম্প্রতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হিসেবে যোগ দিয়েছেন। নতুন এই পদে আসার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হার্দিক পান্ডিয়ার খেলার প্রশংসা করে তিনি বলেন, তার মতো খেলোয়াড় যে কোনও দলের জন্যই বিশেষ। তিনি বলেছেন, "হার্দিক একজন চমৎকার ক্রিকেটার এবং যদি সে ফিট থাকে এবং ১৩৫ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে তবে সে সব সময় চ্যালেঞ্জিং খেলোয়াড় এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।"