ফিফা বিশ্বকাপ, অনুষ্ঠিত হবে একসাথে ৬ দেশে

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ ১০০ বছর পূর্ণ করবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp-Image-2023-10-04-at-8.47.33-PM.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফিফার অভিনব উদ্যোগ। শতবর্ষে এই প্রথমবার। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একসাথে ৩ মহাদেশে।

যা জানা যাচ্ছে, ১৯৩০ সাল থেকে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। যার আসর বসেছিল উরুগুয়েতে। ২০৩০ সালে সেই বিশ্বকাপ ১০০ বছর পূর্ণ করবে। আর এই শতবর্ষের উদযাপনই হবে অভিনব ভাবে।

৩ মহাদেশের ৬টি দেশে আয়োজন করা হবে ২০৩০ বিশ্বকাপ। মরক্কো, স্পেন এবং পর্তুগাল মূলত সরকারি ভাবে আয়োজক দেশ ২০৩০ বিশ্বকাপের। তবে কিছু ম্যাচ আয়োজিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনায়। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের মহারণে সেজে উঠবে এই ৬ দেশই।