নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল দলের নতুন কোচ হতে যাচ্ছেন স্টিফেন ফ্লেমিং। ভারতীয় দলের নতুন কোচ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে।
বিসিসিআই মারফর জানা গিয়েছে যে, আগামী জুন মাস পর্যন্তই ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। পরবর্তী হিসেবে স্টিফেন ফ্লেমিং যদি দায়িত্বে আসেন, তবে তিনি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বভার সামলাবেন।
/anm-bengali/media/post_attachments/5ea5653ba22d7648ec2aec16a70e68e2010f1049b214c693888075ee495054c7.jpg?im=FaceCrop,algorithm=dnn,width=806,height=605)
এক্ষেত্রে প্রসঙ্গত যে, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে T-20 বিশ্বকাপ। এমন অবস্থায় ভারতীয় দলের পরবর্তী কোচ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)