নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার ঋষভ পন্থ। সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগলো তার।
/anm-bengali/media/media_files/NvMj7bY7Rb80AwRYbuMe.jpg)
মঙ্গলবার তাকে ফিট ঘোষণা করে দিয়েছে বোর্ড। ১৫ মাস পরে আইপিএল-এ ফিরতে চলেছেন তিনি।
/anm-bengali/media/media_files/rishabh2webp)
স্বাভাবিক ভাবেই পন্থ ভক্তরা এখন বেজায় খুশি।