নিজস্ব সংবাদদাতা: ক্রিকেটের মরশুমে এমনিতেই ভারতীয়দের উত্তেজনা থাকে চরমে, তার ওপর পর্দায় যখন মহেন্দ্র সিং ধোনি, তখন ‘মাহি মার রাহা হ্যায়’ বলে চিৎকার করছেন চেন্নাই সুপার কিংস প্রেমীরা। তবে, শুধু কি মাঠে আর ড্রয়িং রুমে? সোমবার সন্ধ্যার পর থেকে মোটামুটি যা হিসেব সামনে এল তাতে দেখা যাচ্ছে, খেলা সমান তালে চলেছে বাড়ির বেডরুমেও।
এই দ্বিতীয় খেলার স্কোরটি সামনে এনেছে খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’। এই সংস্থা কন্ডোমও বিক্রি করে। সোমবার চেন্নাই বনাম গুজরাতের আইপিএল ম্যাচ চলাকালীন সুইগিতে এতও মানুষ কন্ডোম অর্ডার করেছেন, যা দেখে অবাক সংস্থার কর্মীরাও। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সুইগি সংস্থার তরফে একটি টুইট বার্তা প্রকাশ করা হয়। তাতে লেখা রয়েছে, “Swiggy Instamart-এর মাধ্যমে এখনও পর্যন্ত ২৪২৩টি কন্ডোম সাপ্লাই করা হয়েছে। মনে হচ্ছে আজ রাতে ২২ জনের বেশি খেলোয়াড় খেলছেন।” এই টুইটেরট্যাগ করা হয়েছে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা 'ডিউরেক্স'কেও।