নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ নির্ধারিত সময়ে শুরু আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই জাতীয় পতাকা হাতে মঞ্চে আসেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে যোগ দেন টাইগার শ্রফ। বেশ কিছু সুপারহিট বলিউড গানের তালে নেচে মঞ্চ মাতান দুই সুপারস্টার। অক্ষয় কুমারদের নাচের অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন সনু নিগম ও এআর রহমান। সুরের মুর্ছনায় চিপকের দর্শকদের মোহিত করেন দুই সুরের জাদুগর। ডাগ-আউটে বসে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন দু'দলের ক্রিকেটাররা।
/anm-bengali/media/media_files/2T4kCY2rzfLwibYQysX1.jpg)
/anm-bengali/media/media_files/bR2DEO3H9BFlbbKWAsjz.jpg)
এছাড়া জানা গিয়েছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিকবার উত্থাপিত হয় চন্দ্রযান-থ্রি'র সাফল্যের কাহিনী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)