প্রজাতন্ত্র দিবসেই উত্তরাখণ্ডে রচিত হবে নতুন ইতিহাস, চালু হবে দেওয়ানি বিধি

ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
civil-code-2-scaled

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে দেশের বুকে লেখা হবে আরও এক নয়া ইতিহাস। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। দেবভূমি হিসাবে পরিচিত এই পাহাড়ি রাজ্যেই প্রথম বিজেপি তাদের জন্মলগ্নে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে।

গত ৯ নভেম্বর ছিল উত্তরাখণ্ডের জন্মদিন। আগে ঠিক ছিল ওই দিন নতুন বিধি কার্যকর করা হবে। কিন্তু বিষয়টির সঙ্গে সংবিধানের যোগ থাকায় ২৬ জানুয়ারির দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র ঘোযণার এক বছর পর অবশেষে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে উত্তরাখণ্ডে।

UCC_image

অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কী কী পরিবর্তন আসবে নাগরিক জীবনে?

অভিন্ন দেওয়ানি বিধির অর্থ দেশের সব নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি আইন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিয়ের বয়স, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি। বিয়ের বয়স এবং সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এখনও বিভিন্ন ধর্মীয় এবং সামাজির গোষ্ঠীর মধ্যে ফারাক আছে। এই আইনের পর এই সব ফারাক চিরতরে ঘুচে যাবে। 

একই ভাবে ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে এবার থেকে নথিভুক্ত করতে হবে। ফলে স্বাভাবিক ভাবেই তিন তালাক বিতর্কও বিদায় নেবে চিরতরে। 

uttarakhand_ucc_uniform_civil_code_cm_dhami