প্রজাতন্ত্র দিবসের আগে কালনা রেল স্টেশনে রেল পুলিশে জোরদার চেকিং

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বিশেষ চেকিং। তবে যাত্রীরা জানাচ্ছে যেভাবে বাংলাদেশ থেকে জঙ্গিদের আহরহ আগমন ঘটছে, শুধু ২৬ শে জানুয়ারি নয় বছরের বিভিন্ন সময়তেই এইরকম চেকিং করলে অনেকটাই সুরক্ষিত থাকবে এই দেশ।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-24 at 16.40.21

নিজস্ব সংবাদদাতা: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে কালনা রেল স্টেশনে রেল পুলিশে চেকিং। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই চেকিং। সামনে রয়েছে ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আর তার আগে স্টেশন চত্বরে এবং রেলের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সদা সতর্ক কালনা RPF। রেলের তরফে এদিন, বেলা সাড়ে দশটা নাগাদ দেখা গেল কালনা স্টেশন চত্বরে, রেল স্টেশনে উপস্থিত হওয়ার সমস্ত যাত্রীদের সন্দেহজনক ব্যাগ দেখলেই সেগুলি চেকিং শুরু হয়। এমনকি ট্রেনের ভ্যান্ডারে উঠেও চেকিং করছেন আরপিএফের পুলিশেরা।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বিশেষ চেকিং। তবে যাত্রীরা জানাচ্ছে যেভাবে বাংলাদেশ থেকে জঙ্গিদের আহরহ আগমন ঘটছে, শুধু ২৬ শে জানুয়ারি নয় বছরের বিভিন্ন সময়তেই এইরকম চেকিং করলে অনেকটাই সুরক্ষিত থাকবে এই দেশ।