কী রকম হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি? আর কেই বা থাকছেন প্রধান অতিথির ভূমিকায়?

কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে, বলে জানা গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
republic.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর হাতে গোনা ৫ দিন পরই রয়েছে প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যেই দিল্লির কর্তব্যপথে প্যারেডের অনুশীলন শুরু করে দিয়েছেন সেনাবাহিনী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা প্রত্যেকে। প্রায় প্রতিদিন ভোরেই চলছে কুচকাওয়াজ, প্যারেডের অনুশীলন। এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক থাকবে প্যারেডে, বলেই জানা যাচ্ছে। 

ইন্দোনেশিয়া থেকে ১৬০-সদস্যের মার্চিং কন্টিনজেন্ট এবং ১৯০-সদস্যের ব্যান্ড দল ভারতীয় সশস্ত্র বাহিনীর দলগুলির সাথে ২৬ জানুয়ারি কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে, বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী ৩০০ জন শিল্পী 'সারে জাহান সে আচ্ছা' বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যন্ত্রের সংমিশ্রণে থাকবে - শেহনাই, সুন্দরী, নাদাস্বরাম, বীন, মাশাক বিন, রণসিংহ – রাজস্থান , বাঁশি, করদি মাজলু, মহুরী, শঙ্খ, তুতারি, ঢোল, গং, নিশান, চ্যাং, তাশা, সাম্বল, চেন্দা, ইদাক্কা, লেজিম, থাভিল, গুদুম বাজা, তালাম, মনবাহ ইত্যাদি। 

Republic women power.jpg

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো ২৬ জানুয়ারী ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। রাষ্ট্রপতি হিসাবে এটিই হবে সুবিয়ান্তোর প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাষ্ট্রীয় সফরের জন্য রাষ্ট্রপতি সুবিয়ান্তোকে আমন্ত্রণ জানিয়েছেন।  

এই বছর, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৬টি এবং ১৫টি কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, বিভাগ এবং সংস্থাগুলি থেকে ৩১টি গ্রুপ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে। এ বছরের ট্যাবলোর থিম ‘স্বর্ণিম ভারত: বিরাট ও বিকাশ’। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে, ভগবান বিরসা মুন্ডা, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী এবং ভারতের আবহাওয়া বিভাগ।

Republic day 2023: প্রস্তুতি শুরু ভারতীয় বায়ুসেনার

যা জানা যাচ্ছে, জাতীয় সঙ্গীতের পরে, ভারতীয় সংবিধানের ৭৬ তম বর্ষের সরকারী লোগোর ব্যানার সহ বেলুনগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। ৪৭টি বিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে বলেও জানা গিয়েছে।