জলের ট্যাংকারে যুবক,ফের "শোলের" ঘটনায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
New Update
ঝ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মধ্যরাতে মেদিনীপুর পুরসভার পানীয় জলের ট্যাংকের উপর উঠে পড়লো এক যুবক। যুবককে নামাতে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে ১১ নাগাদ হঠাৎই মেদিনীপুর শহরের মহাতাবপুরে অবস্থিত পুরসভার পানীয় জলের ট্যাংকের উপর উঠে পড়ে এক যুবক। জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা পৌঁছে ওই যুবককে ট্যাংকের উপর থেকে নামানোর চেষ্টা চালাচ্ছে। 

তবে ঠিক কি কারণে ওই যুবক জল ট্যাংকের উপর চড়ল তা বোঝা যাচ্ছেনা। জানা গেছে যুবকের বাড়ি মহাতাবপুর এলাকায়।পরে যানা যায় পারিবারিক অশান্তির জন্যই যুবক ওই ঘটনা ঘটিয়েছে। রাত্রী ১ টার পর যুবককে নামাতে সক্ষম হয়েছে পুলিশ ও দমকল।