'নারীদের সুরক্ষা দেব আমরা পুরুষেরা', ঠিক কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

শ্রীরামপুরে পুজোর অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারীর সম্মান ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছেন। পুরুষদের প্রতি আহ্বান, মহিলাদের সম্মান রক্ষা করতে হবে।

author-image
Debapriya Sarkar
New Update
Kalyan

নিজস্ব প্রতিবেদন : কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে পুজোর অনুষ্ঠান চলাকালীন নারীর সম্মান ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি নবমীর রাতে পুজো মণ্ডপের পাশে একটি মঞ্চ থেকে বক্তব্য রাখেন, যেখানে বহু শিল্পী অংশগ্রহণ করেছিলেন।

Kalyan

বক্তব্যে, কল্যাণ বলেন যে, উৎসবের আনন্দের মাঝে আমাদের মনে রাখতে হবে, নারীর সম্মান একমাত্র তখনই বজায় থাকবে যখন পুরুষেরা তাদের যথাযথ সম্মান দেবে। তিনি উল্লেখ করেন, "এক হাজার পুলিশ দিয়েও নারীর সম্মান রক্ষা করা সম্ভব নয় যদি পুরুষেরা তাদের সম্মান না করে।" তিনি সমাজের পুরুষদের প্রতি একটি আবেদন রেখেছেন, যেখানে তিনি প্রতিটি মহিলার সম্মান রক্ষা করার এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় তিনি বলেন, "মায়ের এই পুজোর সময় আমাদের এই প্রতিশ্রুতি দিতে হবে। বাংলার মেয়েদের এই আশ্বাস দিতে হবে যে তারা সুরক্ষিত থাকবে।"

Kalyan

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও যোগ করেন, মা দুর্গাকে সম্মান করার ক্ষেত্রে শিবের উদাহরণ দিয়ে তিনি বলেন, "শিব মা দুর্গাকে সম্মান করেছিলেন, তবেই তিনি দুর্গা মা হতে পেরেছেন।" তিনি আশা প্রকাশ করেন যে, মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করবেন এবং যারা বাংলাকে কলুষিত করতে চান, তাদের মনকে পরিশুদ্ধ করবেন। এইভাবে, তিনি উৎসবের আনন্দের সঙ্গে নারীর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বসহকারে তুলে ধরেছেন।