বাঁধনা পরবে মেতে উঠেছে আদিবাসী সম্প্রদায়

আদিবাসী সম্প্রদায়ের পরব বাঁধনা।  

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনাঃ বাঁধনা পরব ঘিরে চরম উন্মাদনা চন্দ্রকোনায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মাতল এই বাঁধনা পরবে। বাঁধনা পরবে গরু খোটানো দেখতে চরম উন্মাদনা চন্দ্রকোনার জামবেড় গ্রামে। 

জানা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বংশ-পরম্পরা ধরেই এই বাঁধনা পরব পালন করে আসছে।এটি তাদের কাছে সবথেকে বড় পরব বলে তারা জানান।সবথেকে আকর্ষনীয় ব্যাপার বাঁধনা পরবের দিন এই এলাকার মানুষেরা একাধিক গরুকে শক্ত করে খুঁটিতে বেঁধে তাকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে উত্তপ্ত করে আর একে গরু খোটানো বলে।এই গরু খোটানো  দেখতে ভিড় জমায় বহু এলাকার মানুষজন। তাই প্রত্যেক বছরের মতো আজও বিকেলে চন্দ্রকোনার জামবেড় গ্রামে ছিল চরম উন্মাদনা।