চিকিৎসকের রহস্যমৃত্যু ! ময়নাতদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

উঠে এল চমকে দেওয়া তথ্য।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুতে ফের একবার তোলপাড় হয়েছে চিকিৎসক মহল। এবার সেই চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল নতুন তথ্য। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, ওই চিকিৎসকের দেহে সিরিঞ্জ মারফত কিছু প্রবেশ করানো হয়, এরপরেই তার মাল্টি অর্গান ফেলিওর হয় এবং যার ফলে তাঁর মৃত্যু হয়। এ ক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এও জানা গিয়েছে যে, ওই চিকিৎসকের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে মনে করা হচ্ছে যে, মৃত্যুর কারণ শরীরের ভিতরেই বাসা বেঁধে নিয়েছিল। 

এছাড়াও, পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই চিকিৎসকের একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি গেস্ট হাউসের (মতান্তরে হোটেল) পাঁচতলার একটি ঘর থেকে দীপ্র ভট্টাচার্য নামে এক যুবককে 'অচেতন অবস্থায়' উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Jhargram Doctor's Death: Body of a doctor found in Flat

আরও জানা গিয়েছে, দীপ্র ভট্টাচার্য আদতে কলকাতার বেহালার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তিনি।