নাবালিকা স্কুলছাত্রীর শ্লীলতাহানি, ৭ বছর পর অভিযুক্তকে সাজা শোনালো আদালত

সাজা শোনালো আদালত।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ ১১ বছরের ষষ্ঠ শ্রেণির নাবালিকা স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দাসপুর থানার জোৎভগবানপুর এর বাসিন্দা অভিযুক্ত বাবলু সাউ ওরফে দিলীপ সাউ এর বিরুদ্ধে। জানা গিয়েছে, ২০১৮ সালের ৩রা এপ্রিল সকালে দাসপুর থানা এলাকার ওই  ছাত্রীকে টিউশনি পড়তে যাওয়ার পথে টাকার প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহসহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবলু সাউকে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, এই ঘটনায় পকসো আইনের একাধিক ধারায় মামলা করা হয়। ধৃতকে আজ ঘাটাল আদালতে তোলা হলে আদালত ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে, এছাড়াও অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা গিয়েছে যে, আজকে ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ ময়ূর মুখার্জি এই সাজা ঘোষণা করেন। এমনটাই জানিয়েছে ঘাটাল মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী মনোরঞ্জন মন্ডল।