এই মুহূর্তের বড় খবর! রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি
গবেষণার সময় ব্লাস্টিং! আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র
‘পুলিশ ও রাজ্য সরকার এখনও নীরব’, অভিযোগ জানালেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদকে শান্ত করার কৌশল জানালেন যোগী আদিত্যনাথ! কী বললেন তিনি
'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'! নতুন করে বিতর্কে ইউসুফ পাঠান
আনন্দ-উৎসবে রাম মন্দিরে আতঙ্ক, বোমাতঙ্ক মন্দির প্রাঙ্গণে
পদ্মার পাড়ে বসে কবিতা লিখবেন! মুর্শিদাবাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর
ওয়াকফ আইন বিরোধী হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন মহম্মদ সেলিম
হাঁড়িতে ভাত ফুটছিল, তখনই হামলা... মালদার ত্রাণ শিবিরে আতঙ্কে দিন কাটছে বেতবনা গ্রামের বাসিন্দাদের

আগে পতাকার সম্মান! তবেই রোগী দেখা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক

এই প্রখ্যাত চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছেন আগে দেশের সম্মান তারপরে তার পেশার সম্মান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
doctornight

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের টেকনিক্যাল ইউনিভার্সিটির সামনে পড়ে রয়েছে ভারতের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। একসময় যে ভারত বন্ধু দেশ হয়ে পাশে দাঁড়িয়ে ছিল বাংলাদেশের। যে ভারত একসময় তাদের সাহায্য করেছিল স্বাধীন হতে, সেই ভারতের জাতীয় পতাকা আজ পদদলিত হচ্ছে। 

১৯৭১ সালের পর এমন ঘটনা হয়তো দেখেনি গোটা বিশ্ব। কিন্তু সেই ঘটনাই এখন দেখছে বিশ্ববাসী। যে দেশ থেকে বিভিন্ন সময় নানান সুযোগ সুবিধা পেয়েছে বাংলাদেশ, সেই দেশের অবমাননা করে তার প্রতীকের অমর্যাদা করা হচ্ছে। এই ছবি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি চিকিৎসক ইন্দ্রনীল সেন। কলকাতার প্রখ্যাত গাইনোকলজিস্ট ইন্দ্রনীল সেন সিদ্ধান্ত নিয়ে নেন তিনি আর কোন বাংলাদেশী রোগী দেখবেন না। 

Bangladesh

যারা মাতৃভূমি এবং জাতীয় পতাকার সম্মান করে না, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। যদিও এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, চিকিৎসা এবং অন্যান্য পরিষেবা নিয়ে বৈরিতা না করাই উচিত। এদিকে চিকিৎসক ইন্দ্রনীল সেনের পদাঙ্ক অনুসরণ করে এবার অভিনব সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। 

শিলিগুড়ির এই প্রখ্যাত চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছেন আগে দেশের সম্মান তারপরে তার পেশার সম্মান। কারণ ভারতের মানুষের অমর্যাদা হচ্ছে পার্শ্ববর্তী দেশে। নাক কান এবং গলার চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার তীব্র প্রতিবাদ জানাবেন তার কর্মের মাধ্যমে। নিজের চেম্বারে তিনি লাগিয়ে দিয়েছেন তেরঙ্গা। 

Bangladesh

সেই সঙ্গে জানিয়েছেন, তার দেশের এই পতাকাকে যিনি সম্মান জানাতে পারবেন সেই রোগীর পরিচর্যা করবেন তিনি। যদিও বাংলাদেশী রোগী তিনি দেখবেন কিনা সেই ব্যাপারে কোনরকম মন্তব্য করতে নারাজ এই চিকিৎসক। তার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন রোগীরা।