নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও থানার পরিচালনায় স্বর্গীয় রবি লোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতা রক্তদান শিবির অনুষ্ঠিত হল সারেঙ্গায়। বড়গাড়রা হাইস্কুল মাঠ থেকে পুরুষ ও মহিলা বিভাগের এই দৌড় প্রতিযোগিতার শুরু হয়। দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন বাঁকুড়া রেঞ্জের আই জি পি শীসারাম ঝাঝারিয়া,বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে মোট ৩৯৮ জন, এবং মহিলা বিভাগে মোট ৮৫ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিদের উৎসাহ দিতে দৌড়ে পা মেলান বাঁকুড়া রেঞ্জের আই জি পি শীসারাম ঝাঝারিয়া, জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ অনান্য পুলিশ আধিকারিকেরা ও পুলিশ কর্মীরা।
সালটা ২০১০, ২৪ ফেব্রুয়ারি, মাওবাদীদের গুলির লড়াইয়ে সারেঙ্গাবাসী হারান দক্ষ পুলিশ অফিসার রবি লোচন মিত্রকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বর্গীয় রবিলোচন মিত্রের স্মৃতিতে, তাঁর আত্মবলিদানকে স্মরণ করে রাখতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার পরিচালনায় প্রতি বছরই হয় দৌড় প্রতিযোগিতা। আজ সেই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারেঙ্গা থানায়। এদিন সারেঙ্গার খয়ের পাহাড়ি বড় গাড়রা হাইস্কুল থেকে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। দৌড় প্রতিযোগিতা শেষ হয় সারেঙ্গা থানার সম্মুখে।
/anm-bengali/media/media_files/2025/02/25/mo5t78o45tt-412276.png)
এদিন প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করে টিংকু কুমার, ১৩.৪৭ মিনিটে দ্বিতীয় স্থান অধিকার করে অমল মাহাত, তৃতীয় স্থান অধিকার করে তারক নন্দী। অন্যদিকে মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করে পূজা সিং, দ্বিতীয় স্থান অধিকার করে শ্যামলী সিং, তৃতীয় স্থান অধিকার করে পুষ্প রানী মাহাত। সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বাঁকুড়া রেঞ্জের আই জি পি শীসারাম ঝাঝারিয়া, জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ বিভিন্ন পদের আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় রবি লোচন মিত্রের বোন। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি পুরানো স্মৃতিচারনা করেন।
/anm-bengali/media/media_files/2025/02/25/mo5t78oasegfhj-341146.png)