নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ গাছ লাগান, রক্তদান করুন, জল বাঁচানসহ একাধিক বার্তা নিয়ে এক দিনের জন্য খানাকুল থেকে ঝাড়গ্রাম সাইকেল যাত্রা করলেন খানাকুলের বাসিন্দা হাসিবুল মল্লিক।
/anm-bengali/media/post_attachments/2efcb3ba-346.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ ভোর তিনটে নাগাদ খানাকুল থেকে বেরিয়ে দুপুরে এসে তিনি পৌঁছোন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। জানা গিয়েছে আজ রাতের মধ্যেই তিনি ঝাড়গ্রাম পৌঁছাবে।
/anm-bengali/media/post_attachments/37242a0e-ced.png)