রাহুল-সোনিয়ার বিরুদ্ধে ইডির চার্জশিট ! মোদির চক্রান্ত বললেন অধীর
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ! ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক রবার্ট বঢরা
এই মুহূর্তের বড় খবর! রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি
গবেষণার সময় ব্লাস্টিং! আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র
‘পুলিশ ও রাজ্য সরকার এখনও নীরব’, অভিযোগ জানালেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদকে শান্ত করার কৌশল জানালেন যোগী আদিত্যনাথ! কী বললেন তিনি
'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'! নতুন করে বিতর্কে ইউসুফ পাঠান
আনন্দ-উৎসবে রাম মন্দিরে আতঙ্ক, বোমাতঙ্ক মন্দির প্রাঙ্গণে
পদ্মার পাড়ে বসে কবিতা লিখবেন! মুর্শিদাবাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

প্রখর গরমে ওষ্ঠাগত প্রাণ ! স্বস্তির খোঁজে কাদাজলে নামল হাতি

স্বস্তির খোঁজে হাতি।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ আজ ঝাড়গ্রাম এর তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হস্তিকুলে। জেলার বিভিন্ন জায়গায় গরমে কাহিল হাতির বিভিন্ন ছবি উঠে আসছে গ্রামবাসীদের মোবাইলে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঝাড়গ্রাম জেলায় এই মূহুর্তে প্রায় ৫০টির কাছাকাছি হাতি রয়েছে। প্রচন্ড গরমে এরাও বেশ কাহিল হয়ে পড়েছে। দিনের বেলা গাছের ছায়া খুঁজে সেখানেই অবস্থান করছে তারা। কোনো হাতি আবার জলের খোঁজে চলে আসছে লোকালয়ে। বাড়ির কলে শুঁড় দিয়ে গা ভিজিয়ে নিচ্ছে। কোথাও আবার দেখা যাচ্ছে একে অপরকে কাদা মাখিয়ে গা ঠান্ডা করতে।

গ্রামের রাস্তার জলকাদাও গায়ে ছড়িয়ে শরীর ঠান্ডা করার ছবি ভাইরাল হয়েছে। গরম সহ্য করতে না পেরে কখনো দিনের বেলা অথবা সন্ধ্যার মুখে জঙ্গল লাগোয়া বা গ্রামের পুকুরে ডুবে থাকতে তো হামেশাই চোখে পড়ছে। আজ সাত সকালে জলের খোঁজে শালবনি গ্রামের পুকুরে সটান হানা দিয়েছে। দীর্ঘক্ষণ দাঁঁড়িয়ে জল খেয়ে  নিজের গন্তব্যে রওনা দিয়েছে হাতির পাল।

ঝাড়গ্রামে রামলাল নামে পরিচিত দাতাল হাতিকে স্নান করার ছবি সকলের হাতের মুঠোবন্দি মোবাইল ফোনে ঘুরছে। বহাল তবিয়তে ঝাড়গ্রামের এই প্রখর গরমে রামলালও দাঁঁড়িয়ে স্নান করছে। তার কোনো হেলদোল নেই। গ্রামবাসীদের বক্তব্য যে, প্রায়ই হাতির এরকম দৃশ্য দেখা যাচ্ছে। গরমে নাজেহাল হয়ে পড়েছে হাতিরাও। তাই যতটা সম্ভব ওদের নিজেদের মত থাকতে বাঁধা দিচ্ছে না গ্রামবাসীরাও।

জুলজিক্যাল পার্কের রেঞ্জার জানালেন, ' গরমে হাতিসহ জঙ্গলের পশু নিজেদের মত শরীর ঠান্ডা করে নেয়। তাই পুকুরে ডুবে বা কাঁদা মেখে তাপমাত্রা কমায় শরীরের। কখনো জঙ্গল লাগোয়া এলাকায় জল না পেলে হাতির পাল লোকালয়ে হানা দেয়। ' 

Add 1