নিজস্ব সংবাদদাতা: আবির খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া পুর-এলাকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে। দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষে আহত হয়েছেনবেশ কয়েকজন ৷ ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বাড়ি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের তরফে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হেডকোয়ার্টার)-এর নেতৃত্বে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে কমব্যাট ফোর্সও। ঘটনায় ২১ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
/anm-bengali/media/media_files/2025/03/10/7dpJVTCmHAl9qT3Hn9h0.PNG)