মেয়েদের নিরাপত্তা বাড়াতে অভিনব উদ্যোগ মেডিক্যাল কলেজের

আর জি করের ঘটনাকে সামনে রেখেই নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এই ট্রেনিং।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Women-Empowerment_202401210837398468_HIGHT_448_WIDTH_655-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডাক্তারী ছাত্রী সহ মহিলাদের আত্মরক্ষার জন্য পুলিশের পরিচালনায় মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম শহরে শুরু হয়েছে মার্শাল আর্ট। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ‘তেজস্বিনী প্রকল্প’-এর উদ্বোধন হয়ে গেল এবার। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে তেজস্বিনী প্রকল্পের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

তেজস্বিনী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য সহ আরো অনেকে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের মহিলা স্টুডেন্ট, সহ শিক্ষিকা ও মহিলা কর্মীদের মার্শাল আর্টের ট্রেনিং দেওয়ার জন্য ওই প্রকল্পের সূচনা করা হয়েছে।

women-self-defense-workshop-for-corporates

বাইরে থেকে মহিলা ট্রেনার আনা হয়েছে। আর জি করের ঘটনাকে সামনে রেখেই নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এই ট্রেনিং। তাই ওই প্রকল্পের সূচনা করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে তেজস্বিনী প্রকল্পটি চালু করা হল। মোট ৬২ জন এই প্রকল্পে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিবেন। প্রতি সপ্তাহে দুই দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে”। 

আগামী দিনে ঝাড়গ্রাম ইন্দিরা দেবী মহিলা কলেজ সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই প্রকল্প টি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ঝাড়গ্রাম জেলাপুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রকল্পটি চালু হওয়ায় ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য।

Rg kar