ঝাড়গ্রামে হুল দিবস

ঝাড়গ্রামের সাঁকরাইলের মুরগিপাড়া এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল হুল দিবস।

author-image
Poulami Samanta
New Update
123

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: শুক্রবার ঝাড়গ্রাম জেলার  সাঁকরাইল ব্লকের মুরগিপাড়া এলাকায় ভারত জাকাৎ মাঝি পারগানা মহল এবং হুলমাহা উইহৌর গাঁওতা ক্লাবের উদ্যোগে মুরগিপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সহযোগীতায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হুল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ্য করা যায় যে ১৮৫৫ সালে ৩০ শে জুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিহার রাজ্যের ভগ্নাডিহি গ্রামের সিধু কানহু নামে তরতাজা দুই যুবক। তাদের আত্ম বলিদান ব্যর্থ হয়নি, ব্রিটিশ পুলিশ তাদের খুন করলেও আজও সারা দেশের মানুষ তাদের ভুলে যায় নি। তাই ৩০ শে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ফুল মহা অর্থাৎ হুল দিবস উদযাপন করে। সেইমতো এদিন সাঁকরাইল ব্লকের মুরগিপাড়া এলাকায় আদিবাসী সমাজের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হুল দিবস উদযাপন করা হয়। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত সকলে সিধু কানু ও চাঁদ ভৈরবের মূর্তিতে ফুলের মালা দিয়ে  শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিনের এই হুল দিবস উদযাপনে অংশগ্রহণ করেছিলেন সাঁকরাইল ব্লকের লাউদহ, কুলবনী, কুলটিকরী, রোহিনী সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। হুল দিবস উদযাপনের পর বাইক রেলি করা হয় সাঁকরাইল ব্লক জুড়ে এবং ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের প্রতি যে দায় বদ্ধতা আছে তা পালন করার জন্য সাঁওতাল সমাজের মনে চেতনা জাগানোর উদ্দেশ্যে এদিন বাইক রেলী করা হয় বলে ওই হুল উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়। সেইসঙ্গে তারা বলেন, হুল উদযাপন উপলক্ষ্যে মুরগিপাড়া এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং ওই সাংস্কৃতিক অনুষ্ঠান কে কেন্দ্র করে মেতেছেন ওই এলাকার সর্বস্তরের মানুষজন। সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি করেন, পূর্ণাঙ্গ ছুটির দাবি জানান ৩০ শে জুন। সমস্ত সরকারি প্রতিষ্ঠান এই দিনটাতে ছুটির আবেদন জানান।