জামাই ষষ্ঠী : মাছের বাজারে বাড়ছে ভিড়

বৃহস্পতিবার জামাই ষষ্ঠী। বাঙালিদের পার্বণ মানেই পাতে পড়বে হরেক রকমের মাছ।

author-image
Pallabi Sanyal
New Update
fish

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : জামাই ষষ্ঠীতে মাছের বাজার দরে আগুন।বৃহস্পতিবার থাকায় মাছের দিকেই ঝুঁকছে   বেশির ভাগ মানুষ। ডেবরা,বালিচক,পিংলা,সবং সব জায়গাতেই মাছের বাজার দরে আগুন।কাতলা  বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকা।ইলিশ কেজি প্রতি ২০০০ টাকা,চিংড়ি কেজি প্রতি ১২০০,ভেটকি কেজি প্রতি ১০০০ টাকা। তবে মূল্য যাই হোক না  কেন, জামাই ষষ্ঠীর সকালে মাছের বাজারে উপচে পড়া ভিড়৷ বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে।